.................................. একটি ঐতিহ্যবাহী স্বায়ত্তশাসিত আবাসিক/অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৬০ সালে তদানীন্তন পাকিস্তান সরকার ইংল্যান্ডের বিখ্যাত পাবলিক স্কুলের আদলে ............৫০ একর জমির ওপর “স্কুল” প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটির পরিচালনার প্রাথমিক দায়িত্বে নিয়োজিত ছিল তৎকালীন পাকিস্তান কেন্দ্রীয় সরকার। ১৯৬২ সালে কেন্দ্রীয় সরকার প্রাদেশিক সরকারের হাতে এর দায়িত্বভার হস্তান্তর করেন এবং বিদ্যালয় পরিচালনার জন্য একটি পরিচালনা বোর্ড গঠন করে বিদ্যালয়টিকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মর্যাদা দান করেন।
বিদ্যালয়য়ের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে পাঠ্যক্রম ও সহপাঠ্যক্রম কর্মসূচির মাধ্যমে ছাত্রদের ও ছাত্রীদের মেধা ও প্রতিভার বিকাশ সাধন এবং শারীরিক ও মানসিক বৃত্তিগুলোর সুষম বর্ধন- যাতে তারা সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠে দেশ ও জাতিকে উপযুক্ত নেতৃত্ব দিতে পারে।